লেখক কে? এবং লেখককে সবাই জানতে চায়।
তাই আমার সম্বন্ধে দু কলম বলে রাখি।
ঘুমোতে ভালবাসি। ভোজন-অরসিক অর্থাৎ খেতে ভাল বাসি না। সেলফি তুলতে পারি না। মানে আমাকে ওভার-অল, boring বললে সত্যের অপলাপ হয় না।
মাঝে মাঝে গল্পে পায়, মাঝে মাঝে কবিতায়।
ও আর হ্যাঁ, ছাতা বছরে দুটো হারাই, টুপি আর দস্তানা কম করে একটা ।