প্রশংসা

মৈনাক চৌধুরী

“যযাতির ঝুলি” আমার বাল্যবন্ধু স্বর্ভানুর ব্লগ। স্বর্ভানু অনেক দিন ধরেই লেখালেখি করছে কিন্তু এবার সে ব্লগ এর মাধ্যমে আত্মপ্রকাশ করেছে। বন্ধু হিসেবে প্রায় কুড়ি বছরের চেনাজানা, কিন্তু তার লেখক সত্তার সঙ্গে পরিচয় সম্প্রতি(সৌজন্যে ফেসবুক এবং তার ব্লগ ) । তার যে কটা অণুগল্প পড়েছি সবকটাই মৌলিক ,মনোগ্রাহী, চমকপ্রদ, সাহিত্যগুণসমৃদ্ধ এবং কখনও কখনও কোথাও একটা গূঢ় অর্থ বহন করে( আপাত কৌতূক ও সাহিত্যরসের আড়ালে)। তার কবিতা অযথা শব্দের ভারে ক্লিষ্ট নয় বরং সহজপাঠ্য, আবেগ-ঘন এবং পড়ার পরে একটা রেশ থেকে যায়। আমার সবথেকে পছন্দের দুটো অনুগল্প আর আর একটা কবিতার লিংক নীচে দিলাম।

ডাবল খাওয়া দাওয়া (অনুগল্প)
শিরোধার্য দাড়ি (অণুগল্প)
অহল্যাকে(কবিতা)

যেকোনো ভালো লেখাই পাণ্ডুলিপির চার দেওয়াল থেকে বেড়িয়ে যত বেশি সংখ্যক পাঠকের দরবারে পৌঁছতে চায় এবং সেটাই শিল্পের স্বাভাবিক ধর্ম। স্বর্ভানুর ব্লগ এর মাধ্যমে তার নিজের লেখাকে নথিবদ্ধ করার এবং বেশি সংখ্যক পাঠককে তার লেখার সাথে পরিচিত করানোর এই প্রয়াসকে তাই স্বাগত জানাচ্ছি।

আশা রাখি, “যযাতির ঝুলি” তার পাঠকদের আরো অনেক ভালো ভালো লেখা উপহার দেবে ভবিষ্যতে এবং পাঠকমনকে ঋদ্ধ করবে।

সর্বশেষে ধন্যবাদ জানাই ফেসবুক ও ব্লগ মাধ্যমকে এরকম একটা প্লাটফর্ম দেওয়ার জন্য। এইভাবেই পাঠক আবিষ্কার করে এক নতুন লেখককে আর লেখক খুঁজে নেয় তার নতুন পাঠকদের।

অরুণ মুখার্জি অমিয়র আত্মহত্যা লেখায়

Amazing! The story maintained the suspense till the last paragraph. Such a cute, happy and unexpected ending.

টিয়া অমিয়র আত্মহত্যা লেখায়

Khub mojar golpo… Durdanto.. Khub misti moton golpo.. Aro kichhu post koro

নৈঋতা অহল্যাকে লেখায়

Onekdin pore khub sundar ekta kobita porlam.. Opurbo.. Mon chhuye jaoa ar mon kemon kora kobita.. Khub sundar.. Aro lekhar opekhhai roilam

দেবস্মিতা ডাবল খাওয়া দাওয়া লেখায়

r ekta bhalo lekha.. ami joto dur jani bhalo lekhok ra pathok der emotion niye khela kore.
tomar koekta lekhate, oi 1ta choto lekhay koto rokom r emotion ter pelam..

অর্ণব দলুই  অমিয়র আত্মহত্যা লেখায়

দারুন লেখা। plot টার বেশ অভিনবত্ব আছে যা পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখতে পারে।