কদিন আগেই বন্ধুবান্ধব মিলে গেছিলাম Smokey Mountain। রূপসী ধূম্র পাহাড়-এর এক চন্দ্রালোকিত সন্ধ্যায় বসে লিখেছিলাম।
********
আজ আকাশে আঁকা তারার আলপনা
আজকে রাতে হোক কবিতা। গল্প না।
পাহাড়-পথে পড়ছে ঝরে জোছনা জল
আজ এ রাতে আমার সাথে থাকবি বল!
গাছের পাতায় কুয়াশাদের চুপ সোহাগ
জড়িয়ে – যেন উপগতার পূর্বরাগ।
আজকে নিবিড় আশ্রয় তোর নরম বুক
কথারা আজ ঠোঁটের নিচে চুপ থাকুক।
আজকে শরীর খুঁজুক শরীর। উষ্ণতা।
দীর্ণ হৃদয় খুঁজে ফিরুক ক্লিন্নতা।
তোর ঠোঁটের আর তোর ঐ চোখের মুগ্ধতা
বন-পাহাড়ি সব্জে, অবুঝ বন্যতায়
আজকে খুঁজে ফিরুক সুজন, অলীক সুখ
তোর গহীনে ঠাঁই দে আমায়। আগন্তুক।
November 14, 2017 at 10:11 pm
বাঃ। সুন্দর লাগলো। এখন তো অন্ত্যমিলের কবিতা আর দেখি না, পড়ে ভালো লাগলো।
November 15, 2017 at 4:23 am
Hyan dada ami aajkalkar kobita bishesh bujhi na. Ei kobitai bujhi. Ei kobitai likhi. Dhonyobad.
May 3, 2018 at 12:30 pm
Good
May 7, 2018 at 11:52 am
থ্যাংকস
May 17, 2018 at 1:28 am
Wc