আজ হেমন্ত।
মহানন্দা নদীর ঘাটে ফুটে আছে ঘেঁটু ফুল,
অনাদৃতা;
একটা তিতির পাখি তার অস্থির ডানায়
পড়ন্ত বিকেলের বিষণ্ণ কমলা মেখে পথ ভুল,
অতন্দ্রিতা;
নদীর জলে পা ডুবিয়ে একলা বসে, মেখলা, তোমার কোমর ছড়ানো চুল।
আজ তুমি বিবাহিতা;
আজ তোমার আয়ত দুটি চোখ কান্না ধুধুল।
ওগো অবহেলিতা,
তোমার চোখের ভাষা বোঝেনি যে জন
তোমাতে তবু তারই আজ পূর্ণ অধিকার।
.
সেদিন ছিল ফাল্গুন।
সেদিন তোমার নরম আঙুল ছুঁয়েছিল আমার আঙুল,
তবুও সেদিন অপরিচিতা;
দুরে সুকনার জঙ্গলে ঘরে ফেরা পাখিদের গান আর অজস্র কুরচি ফুল,
অনাঘ্রাতা;
সেই বিকেলে আমার চোখে মহানন্দা, তবু ওই চোখেতে স্বপ্ন বিপুল।
এই ঘাটে বসে তুমি, আমি, না-বলা-কথা আর
আঙুল ছোঁয়া মুখর নীরবতা;
তুমি বাগদত্তা, ব্যথিতা, ভীতা তবুও বুঝি বা প্রতীক্ষায়
অনাগত, অচেনা সে কার চোখের ভাষা পড়বার !
.
হেমন্তের হিমেল হাওয়া হয়ে আজ যদি কাছে আসি,
আবার যদি ভালবাসি
মেখলা, তোমার মেঘলা চুলে জড়াই যদি বন ধুতরো ফুল
এই সূর্য-নেভা-রাতে
জ্বালতে পারো প্রাণের প্রদীপ আমার সাথে?
হতে পারো কলঙ্কিতা?
আজ খরস্রোতা, ভাঙন-পিয়াসী মহানন্দার ঘাটে
ভাঙতে পারো তোমার মিথ্যে সাজানো সংসার?
February 17, 2017 at 4:23 pm
Onekdin pore khub sundar ekta kobita porlam.. Opurbo.. Mon chhuye jaoa ar mon kemon kora kobita.. Khub sundar.. Aro lekhar opekhhai roilam
February 18, 2017 at 5:04 pm
তোমার মত একজন পাঠক পেলেই হাজার পাতা লিখতে পারি। 🙂 ধন্যবাদ।
February 20, 2017 at 2:55 pm
Bhaa, Darun kobita. Valo Laglo. Alap korte chai apnar sathe.. Valo Thakben.
February 21, 2017 at 5:42 pm
ধন্যবাদ বন্ধু।
May 17, 2017 at 8:47 pm
Bah..khub valo!!👌👌
May 17, 2017 at 10:42 pm
Thank u Dyuti..beshi keu pore na..so it means a lot to me..aaro onek golpo kobita ache..poro..kemon lage janiyo..
May 21, 2017 at 10:17 am
Vari sundor likhechho…
May 22, 2017 at 9:08 am
Dhonyobad Simita..Tumi porle..montobyo korle..bhalo laglo..