লাজুক হাওয়া আলগা ছুঁল চুলনরম বালিশ চিবুক ছুঁয়ে থাকনা হয় তুমি গল্পে মশগুলআঙুল ছুঁল আঙুল অযথা.পলাশ তোমায় দিক, রাঙিয়ে দিকআশমানী রঙ অঙ্গশোভা হোকবৃষ্টি নামুক, অন্ধ দিকবিদিককথারা আজ থামুক, অনর্থক.বেতস লতা শিউরে উঠে চুপপদ্মডাঁটা আবেশে থির থির…আলগা খোঁপা কখন যে তছরুপভাঙুক না পাড় জোছনা নদীটির.আঝোর ধারায় ভিজুক বনফুলপথিক চিনুক অচেনা পথঘাটনকশি-কাঁথা বুনুক কাঁটা-উলসাক্ষী থাকুক ভুবনডাঙার মাঠ
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed