বৃষ্টি পড়ে

নিকষ নিঝুম ঘুম শহরে
চুপকথাদের ওজন বাড়ে
বৃষ্টি পড়ে
সারা সকাল বৃষ্টি পড়ে

ঘুম জড়িয়ে চোখ জুড়িয়ে আকাশ জুড়ে
মেঘ-বালিহাঁস জলকে চলে। শব্দসুলুক।
টুপ টুপ টুপ জল-সোহাগী ঘাস চাদরে
মুখ নামিয়ে ভিজছে কথা। একলা ডাহুক

ডাকছে কাকে গহীন সুরে দিগন্তে।
মাটির ঘ্রাণে মন্মথ মন একান্তে
তোমার কথাই ভাবছে। সকাল বৃষ্টিলীন।
মেঘপিয়নের মন-কেমনে শব্দঋণ…

Leave a Reply