কফি উইথ করন
ভাত ঘুম সেরে উঠে ভজহরি মান্না
হঠাৎ কে জানে কেন জুড়ে দিল কান্না
কেউ তাকে হাওয়া করে, কেউ দেয় জল
কেউ তার ভরা টাকে লাগায় সুদল
কেউ কবিরাজ ডাকে, কেউ ডাক্তার
কেউ বলে এই রোগ সারবে না আর
এমনটা আজকাল হয় আখতার
এই রোগ-ই হয়েছিল বাচ্চুর মার
অমুকের বোনঝির পিসিঠাম্মা
এইভাবে কেঁদে কেঁদে মরে গেল না?
কেউ বলে ভীমরতি, কেউ বলে পাগল
কেউ বলে খেতে হবে পিপে পিপে জল
কাঁদছেন ভজহরি আকুলি বিকুলি
বুক চাপ্ড়ান মুখে বিড়বিড় বুলি
কেউ বলে বেড়ে গেছে রক্তের চাপ
কেউ বলে এটা গত জন্মের পাপ
ধান্তারি নাম দিনে সহস্র বার
করলেই উনি ভালো হবেন আবার
কেউ বলে, না না ধুর, পশ্চিম মুখে
সূর্য প্রণাম করে থাকবেন সুখে
শেষমেশ শুধোলাম “ইয়ে মানে ইসে
দাদা আপনার এত দুঃখটা কিসে?”
বললেন দাদা, তার চোখমুখ ফোলা,
ভীষন ব্যাথা, এ কথা যায় না যে ভোলা
টিভি চলছিল, “কফি উইথ করন”
সেই দেখে-টেখে তার ভেঙ্গে গেছে মন
করনের সাথে কফি খেতে পারবেন না
কারন মান্না নাকি চা-কফি খান না