তোমার আমার দেখা হয়ে যাবে শিপ্রা নদীর পারে গহন অন্ধকারে একটা দুটো ফুটবে তারা সুনীল আকাশ পরে বনবীথিকার বিষণ্ণ মর্মরে গোপন ব্যাথার অলক্ষ্য সঞ্চারে তোমার আমার সমান্তরাল একলা পথের ধারে না বলা কথারা জমা হবে শুধু নীরব অহংকারে
যযাতির ঝুলি | বাংলা ব্লগ | Jojatir Jhuli | Bangla Blog
বাংলা কবিতা, বাংলা গদ্য.. মুচমুচে, খাস্তা, অনবদ্য। ছুটির দুপুরে হোক না যোগ.. যযাতির গল্প, ছড়া, ব্লগ।।
তোমার আমার দেখা হয়ে যাবে শিপ্রা নদীর পারে গহন অন্ধকারে একটা দুটো ফুটবে তারা সুনীল আকাশ পরে বনবীথিকার বিষণ্ণ মর্মরে গোপন ব্যাথার অলক্ষ্য সঞ্চারে তোমার আমার সমান্তরাল একলা পথের ধারে না বলা কথারা জমা হবে শুধু নীরব অহংকারে