তবু চলে যেতে হবে ছেড়ে
অঘ্রাণের কোনো এক বিষণ্ণ দ্বিপ্রহরে
ছেড়ে যেতে হবে এই ঘাস-জমি, ধান-গোলা, খেত, ঘাট, খামার
দু ফোঁটা চোখের জল বরাদ্দ থাকবে শুধু আমার।
ঝরে যাব ঘাসের আঁধারে এক ফোঁটা শিশিরের মতো
আমার শরীর কুড়ে কুড়ে খাবে অগণিত বলিভুক্ যতো
এক প্রাচিন অশ্বত্থের ছায়াতে শুয়ে আমি একা – নির্বেদ
হেমন্তের মলয় সমীর যত্নে মুছে নেবে সঞ্চিত নাগরিক ক্লেদ।
দুরে কোথাও বাজবে ম্যান্ডেলিন
আমার অস্ফুট কান্নারা নিত্যদিন
সেই সুরে ঘুরে ফিরে সৃষ্টি করবে সুরের ইন্দ্রজাল
আমি তারাদের দিকে চেয়ে শুয়ে একা অনন্তকাল।
আমার যতো অসুয়া, হিংসা, অন্যায় দন্ড দান
যতো অভিনয়, মিথ্যা পরিচয় পাহাড়-প্রমান ফেলে যাব।
শকুনেরা খাবে কুড়ে কুড়ে।
এক ঘৃণাহীন পৃথিবীর গন্ধ থাকবে আমার সারা শরীর জুড়ে।।
Besh…
thank you 🙂