খোয়া যায় শৈশব

নদী সরে যায় দূরে আরো দূরে
একা ঘুরে ঘুরে ঠা ঠা রোদ্দুরে
বৃষ্টি নামবে এ শহর জুড়ে
ভেবেছি বল্গাহীন

এ শহর তবু একা হয়ে যায়
ঠোঁটের তিলেতে তৃষ্ণা সাজায়
একা কবিতারা কেঁদে কেঁদে যায়
আসে না বৃষ্টিদিন

আমাদের আজ হাঁসুলির বাঁক
তুলসী মঞ্চ সন্ধের শাঁখ
চুরনের গুঁড়ো ফেরিওলা হাঁক
হারিয়ে গিয়েছে সব

আমি বসে বসে একা হিমঘরে
সকালে দুপুরে রাত্রিতে ভোরে
শহরে নগরে গ্রামে বন্দরে
গুনি কবিতার শব

আমাদের রোজ চিলেকোঠা ঘরে
সকালে দুপুরে রাত্রিতে ভোরে
শহরে নগরে গ্রামে বন্দরে
খোয়া যায় শৈশব

Leave a Reply