কবিতা, তোমায় বলি শোনো,
হেমন্তের নিভৃত দুপুরে শুনেছ কখনো
ঝরা পাতাদের নিঃশব্দ সংলাপ?
টুপ টাপ টুপ টাপ টুপ টাপ…
মনস্তাপে ভুগেছ নিত্যদিন?
মজে যাওয়া নদীর মত ক্ষীণ, অতি ক্ষীণ
না-বলা-কথাদের মন্দ্র গম্ভীরে
কথা বলা কত অর্থহীন?
কখনো কি মনে হয়
শুধু থাক, শুধু থাক, শুধু থেকে যাক শব্দঋণ?
কবিতা, তোমায় বলি শোনো,
মাঝে মাঝে মনে হয় কথা বলা গর্হিত অপরাধ কোনো
কথা বলে অবিরল, অবিরল কথা বলে অনঙ্গ মনও…