তোমারও চোখের কোলে রাত্রিলেখা
আমারও চোখ ভেসে যায় মন্দাকিনী
তবুও প্রেম অভাগা মেলছে ডানা
এ শহর পুড়ছে প্রহর নিত্যদিনই
তোমারও মেঘলা আকাশ গহীন ছায়া
আমারও বৃষ্টি পড়ে সারা দুপুর
মিথ্যার বসতবাটি আকাশছোঁয়া
বালিশে মুখ গুঁজে কে একলা উপুড়?
আমি তো কালের থেকেও ছুটছি জোরে
তুমি তো পথ ভুলেছ মেঘশহরে
তোমাকে নিঃশ্বাসে আজ পাই কি করে?
কেমনে বাসর সাজাই তাসের ঘরে?
তোমারও অঘ্রাণ মাস অস্থির মন
আমারও জীর্ণ শরীর ঝরছে পাতা
ভালবাসা নয় কি তবে অক্ষয়ধন?
তবে কি প্রেমপিরিতি মিথ্যে কথা?