বৈশাখী বিশীর্ণ বিকেলে
মেঘেদের মাধুকরী শেষ হলে পরে
বায়বীয় বিষণ্ণতা আকাশের চোখে লেগে থাকে
সন্ধে নামার প্রাক্কালে মনে হয়
পৃথিবীটা ভারি কাব্যময়
অন্তরালে ডালে ডালে শুকসারি চুপ বসে থাকে
দোয়েল চন্দনারা কোন এক বেদনসুরে গায়
পৃথিবীতে স্বপ্ন নামে, কবিতা নামে ধীর ভঙ্গিমায়
শিশির পেলব কথা জমে থাকে পথেদের বাঁকে
অবসান যত অঙ্ক, যত বোঝাপড়া
অবসান ছদ্মবেশ পড়া
ব্যাঙ্গমা ব্যাঙ্গমি ফিস্ফিসে রূপকথা বলে যায়
অন্তরে খেলা করে কোন এক গভীর অসুখ
গাছের ছায়াতে সব বিদেহীরা ভিড় করে মূক
মর্ত্য যেন জাদুমন্ত্রে মায়ালোক এক লহমায়
এক অদ্ভুত আলো খেলা করে গাছেদের কোলে
দীঘি-মাঠ-প্রান্তর জিনপরিদের কবলে
ঝিঁঝিঁ পোকাদের একান্ত আলাপচারিতা
নীড়ে ফেরা পাখিদের কুহু কাকলি
এক কল্পলোকের গল্প বয়ে আনে এ সকলই
অপূর্ব মায়ালোক গড়ে এই গাছ, মাটি, আঁধার আর সন্ধ্যা-স্নিগ্ধতা
ঝিঁঝিঁ পোকাদের একান্ত আলাপচারিতা
নীড়ে ফেরা পাখিদের কুহু কাকলি . Onek valo legeche line 2 ta
Our bangla news site https://www.pbd.news/
থ্যাঙ্ক উ