একলা পথে চলব তোকে চাই না
একলা কথা বলবে মন আয়না
তোর চোখে চোখ রেখে সারা রাতটা
জাগবো না আর, দেখব না ঐ রূপটান।
তোর কথা আর ভাববো না। বৃষ্টির গান
আনবে না আর মনে তোর ঐ মুখখান
চাঁদ সোহাগি সন্ধ্যা, জ্যোৎস্নার জল
তোর স্মৃতিতে করবে না মন চঞ্চল
বর্ষামুখর সন্ধে শহর। সিক্ত।
তোর বিহনে চলছে কেমন। বেশ তো।
তোর ভেজা চুল আর ভেজা ঠোঁট চাউনি
থাক তোলা থাক। আজ শহর হোক মৌনী
আজকে শুধু চাঁদ হারাবে জ্যোৎস্না
তোর বিহনে বিয়োগ বিধুর রোশনাই
অশ্রুরা সব চোখের কোনে বন্দি
ভুলবো বলে ভুল করে আজ
তোর ছবিতেই রঙ দিই
——
ভাল লাগলে এই কবিতাটা পড়বেন।
https://jojatirjhuli.net/2017/02/16/aholyake/
একলা পথে চলব তোকে চাই নাClick To Tweet
খুব সুন্দর।
বাই দ্য ওয়ে, খবর কী? ফেসবুকে দেখিনা তো খুব একটা…।
থ্যাঙ্ক উ মণি। হ্যাঁ আপাতত কিছুদিনের জন্য এফ বি টা deactivate করে দিয়েছি। Just আমার solitude enjoy করছি। তোমার খবর কি? কেমন আছ?
আছি ভালই…চলছে… 🙂 মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া থেকে ছুটি নেওয়া ভাল… আমি-ও করি…