তোমার কথা বলে বেভুল অমলতাস ফুল
নবীন আকাশ, হিরন্ময় জল
তোমার কথা বলে অনর্গল
তোমায় খোঁজে কৃষ্ণ আঁখি রাতচরা এক পাখি
হেমন্তের হিমেল হাহাকার তোমায় খোঁজে
একলা দুপুর বোঝে তোমায় বোঝে
তোমায় জানে বনমর্মর, নয়ানজুলির চর
বর্ষামুখর ঝিঁঝিঁ ডাকার রাত
জানে তোমার নীরব সংঘাত
তোমায় ছুঁয়ে থাকে কথা, মেদুর বিষণ্ণতা
ভোরের বাতাস পাথরকুচি পাতা
তোমায় ছোঁয়ার ছলেই উদ্গতা
January 31, 2020 at 1:03 pm
যাস্ট অসাধারণ। ছোট ছোট শব্দের মায়াজাল যেন।
February 3, 2020 at 2:35 am
Thank u sir! Amar onyanyo kobita porben plz. Apnake apnader sobaike abdar
February 22, 2020 at 6:37 am
It’s awesome 👍
most important full forms for gk
February 23, 2020 at 10:10 am
thank u Sir!
March 16, 2020 at 12:43 am
Thank u