তোমার সাথে

তোমার সঙ্গে হয় না রমণ অনেক প্রহর হল, খাতার পাতা…
আজকে না হয় তোমার কথাই বলো –
তোমার যত অন্ধ ব্যাকুলতা
তোমার যত মৃত্যু নিথরতা…

আমি না হয় আজকে থাকি শ্রোতা
তোমার আমার মধ্যে থাকুক সংলাপময় মুখর নীরবতা

Leave a Reply