তোমার সঙ্গে হয় না রমণ অনেক প্রহর হল, খাতার পাতা…
আজকে না হয় তোমার কথাই বলো –
তোমার যত অন্ধ ব্যাকুলতা
তোমার যত মৃত্যু নিথরতা…
আমি না হয় আজকে থাকি শ্রোতা
তোমার আমার মধ্যে থাকুক সংলাপময় মুখর নীরবতা
যযাতির ঝুলি | বাংলা ব্লগ | Jojatir Jhuli | Bangla Blog
বাংলা কবিতা, বাংলা গদ্য.. মুচমুচে, খাস্তা, অনবদ্য। ছুটির দুপুরে হোক না যোগ.. যযাতির গল্প, ছড়া, ব্লগ।।
তোমার সঙ্গে হয় না রমণ অনেক প্রহর হল, খাতার পাতা…
আজকে না হয় তোমার কথাই বলো –
তোমার যত অন্ধ ব্যাকুলতা
তোমার যত মৃত্যু নিথরতা…
আমি না হয় আজকে থাকি শ্রোতা
তোমার আমার মধ্যে থাকুক সংলাপময় মুখর নীরবতা