তোমারও কি প্রবাস যন্ত্রণা?
তোমারও কি মাঝে মাঝে
মন লাগে না কোনো কাজে
তাল কেটে যায় সুর লাগে না বীণায়?
তোমারও কি একলা বিকেল বেলায়
বাড়ির গলি মনে পড়ে
সামান্য মন কেমন করে
পসরা সাজিয়ে ভাসো স্মৃতির ভেলায়?
তোমারও কি ভোর বেলাতে কোনো
ঘুম চোখে ঘুম জড়িয়ে থাকে
হঠাৎ মনে পরে মা’কে
বিষণ্ন বিণ কোথায় বাজে যেন?