যযাতি কিন্তু পুরো দস্তুর বাঙ্গালি। তাই প্রথমেই মাথায় হনুমান টুপিটা পরে নিয়েছে। মাঙ্কি ক্যাপ হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ আবিষ্কার। শীত পড়ুক না পড়ুক, ফুল ফুটুক না ফুটুক, বসন্ত আসুক না আসুক, হাওয়ায় হাল্কা শিরশিরানি আসলেই বাঙালি মাঙ্কি ক্যাপটা চড়িয়ে নেবে। তো যযাতিও সেই মত মাথায় হনুমান টুপি, হাতে দস্তানা পড়ে, গায়ে আলোয়ান জড়িয়ে রেডি। কারণ যযাতি বাড়ি বদলাচ্ছে। অনেকদিন ধরেই বাড়ি খুঁজছিলেন। শেষমেশ siteground শহরে একটা মনোমত বাড়ি পেয়েছেন। এখনও ঢেলে সাজান হয় নি বাড়ি, কিন্তু সেসব আস্তে আস্তে হবে খন। আগে ঠিকানা ছিল দশ নম্বর ওয়ার্ডপ্রেস ডট কম লেন। এখন ঠিকানা হল ১১/১ siteground স্ট্রীট। তবে আপনারা যারা যযাতির সাথে মাঝে মাঝে আড্ডা মারতে আসেন, যযাতির ননসেন্স সেন্স করতে আসেন তাদের জন্য সুখবর হল যযাতির ভার্চুয়াল ঠিকানা একই থাকছে। যযাতির সব যজমানদেরও নতুন ঠিকানায় ইম্পোর্ট করা হয়েছে।
এবারে একটু খোলসা করে বলি যযাতির ঝুলি wordpress.com থেকে siteground hosting service-এ সরান হয়েছে। কিন্তু domain name একই থাকছে – https://jojatirjhuli.net । আর যযাতির ঝুলির follower-দের import করা হয়েছে। সুধী পাঠকপাঠিকারা আপনারা যদি http://jojatirjhuli.wordpress.com -এ এসে যযাতির লেখা কেন পাচ্ছেন না ভেবে মাথা খুঁড়ছেন, দয়া করে https://jojatirjhuli.net address-এ আসুন। যযাতির ভাট বকা প্রাণ ভরে উপভোগ করুন। যযাতির ঝুলির wordpress follower-রা wordpress account-এ ঢুকলে নতুন পোস্টের খবর পাবেন। অবশ্য আপনি যদি যযাতির ঝুলির পোস্টের ই-মেল নোটিফিকেশান পেতে অভ্যস্ত, তাহলে যতদূর সম্ভব আপনাকে এই নতুন wordpress account-এ আবার করে follow করতে হবে। যযাতির এই নতুন বাড়ি ঢেলে সাজানো হবে শিগগিরি। Social networking site-এর সাথে integration আরও মজবুত করা হবে। আপনার browsing-এর সুবিধের জন্য sticky menu ইত্যাদি দেওয়া হবে। সব মিলিয়ে যযাতির এই নতুন অবতার আরও বেশি মনোগ্রাহী হবে। তাই যযাতির সঙ্গে থাকুন। যযাতির লেখাতে মন্তব্য রাখুন। যযাতির লেখা শেয়ায়র করুন। যযাতির ঝুলিকে এত জনপ্রিয় করে তোলার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।