স্ব বাবু মহারাজ যযাতিকে বললেন, “প্রভু এ শরীর রাখতে আর ইচ্ছে হয় না। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বসার ঘরে সোফায় একটা গল্প শুয়ে থাকত। সে আর নেই। ডাইনিং টেবলের নিচে একখানা গল্প থাকত। সেও পালিয়েছে। স্নান ঘরের, সিড়ি ঘরের সব গল্পরা একসাথে হাওয়া। এই গল্পহীন দুনিয়াতে থাকতে সাধ হয় না প্রভু।”
মহারাজ যযাতি বললেন “গল্পরা সব গপ্ল টিউবে চলে গেছে এখন। কিন্তু বৎস তুমি চিন্তা কোরো না। আমার ঝুলিতে কিছু তাজা গল্প এখনও রয়েছে। তুমি নিয়ে যাও। আমি, মহারাজা যযাতি, তোমায় কাহিনীহীনতার জ্বরা থেকে মুক্তি দিলাম।
